গ্রন্থমেলায় চলচ্চিত্র-বিষয়ক গবেষণাগ্রন্থ ‘লুমিয়ের থেকে হীরালাল’

noname

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুহাম্মাদ আলতামিশ নাবিলের চলচ্চিত্র-বিষয়ক গবেষণাগ্রন্থ ‘লুমিয়ের থেকে হীরালাল’, প্রকাশ করেছে ছায়াবীথি প্রকাশনী।

বইটিতে সহজ ভাষায় সিনেমা শুরুর ইতিহাস আলোচনা করা হয়েছে। শুরুর দিকে বিশ্বজুড়ে চলচ্চিত্রের ভাষা বদলে দিয়েছে যেসব চলচ্চিত্র-আন্দোলন বা ফিল্ম-মুভমেন্ট সেগুলোর সঙ্গে ভারতবর্ষ এবং বাংলাদেশে সিনেমার শুরু, বাংলাদেশী নতুন যুগের কিছু সিনেমা এবং অন্যান্য বেশকিছু বিশ্বচলচ্চিত্রের আলোচনা বইটিতে রয়েছে।

বইটি প্রসঙ্গে লেখক বলেন, ‘চলচ্চিত্র মানেই যাদের কাছে ‘হলিউড-বলিউড’, সে-সকল দর্শকদের জন্য বইটি লেখা। বিশ্বজুড়ে চলচ্চিত্রের প্রথম সফল প্রদর্শক-নির্মাতা লুমিয়ের ভ্রাতৃদ্বয় এবং ভারতবর্ষের সিনেমা সত্যিকার যার হাত ধরে প্রথম আলোতে এসেছে, সেই হীরালাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বইটির নামকরঙ করা হয়েছে।’

বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইমেলায় ছায়াবীথি প্রকাশনীর ২৮০-২৮২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।