বিজয় দিবসে প্রকাশিত হচ্ছে সাইয়েদ জামিলের বই

Untitled-1১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক সাইয়েদ জামিলের নতুন কবিতার বই ‘আমি তোমাকে স্মরণ করি স্বরচিত কবিতায়’। বইটি প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনা সংস্থা নাগরী প্রকাশ।

নাগরী প্রকাশের কর্ণধার সুফি সুফিয়ান বলেন, আমাদের দেশে বইয়ের ব্যবসা মূলত বইমেলাকেন্দ্রিক। আমরা অবশ্য সারা বছরই কমবেশি সৃজনশীল বই প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার বিজয় দিবস উপলক্ষ্যে প্রকাশ করছি সাইয়েদ জামিলের কবিতার বই। আশা করছি বইটি আশানুরূপ বিক্রি হবে।

বিজয় দিবসে বই প্রকাশের প্রসঙ্গে সাইয়েদ জামিল বলেন, আমাদের দেশে সাধারণত বইমেলাতেই বই বের হয়। আমি এই ‘বইমেলাপ্রথা’ ভাঙার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। ইতোপূর্বে আমার বই ঈদ, পূজা, বৈশাখসহ ভালোবাসা দিবসেও প্রকাশিত হয়েছে। আমি চেয়েছি উৎসবগুলোতেও মানুষের হাতে বই পৌঁছাক। ঈদ, পূজা, বিজয় দিবস ইত্যাদি উপলক্ষ্যে আমাদের দেশে সিনেমা এবং গানের অ্যালবাম বের হবার রেওয়াজ দীর্ঘদিনের। সম্প্রতি এই ধারায় বইও যুক্ত হলো।

‘আমি তোমাকে স্মরণ করি স্বরচিত কবিতায়’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সাইফ সিরাজ। কার্টিস পেপারে মুদ্রিত সাড়ে তিন ফর্মার বইটির মূল্য ২০০ টাকা।