নির্বাচিত হাংরি গল্প

সৌম্য সরকার ও মোস্তাফিজ কারিগরের সম্পাদনায় প্রকাশিত হয়েছে নির্বাচিত হাংরি গল্প। বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন, সব্যসাচী হাজরা, মূল্য ৫০০ টাকা। গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল নির্বাচিত হাংরি কবিতা।  

প্রকাশক সজল আহমেদ বলেন, ‘বাংলাদেশে হারিং চর্চা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তা কবিতা পর্যন্তই, গদ্য বা কাথাসাহিত্য প্রায় নেইই। আমরা চেষ্টা করছি হাংরির সমস্ত লেখার নির্বাচিত সংকলন করতে। সৌম্য সরকার ও মোস্তাফিজ কারিগর দীর্ঘদিন হাংরি চর্চা করছেন, ফলে তাদের নির্বাচন আশা করি পাঠকের কাছে প্রশংশিত হবে।’

এই সংকলনে স্থান পেয়েছে বাসুদেব দাশগুপ্ত, সুভাষ ঘোষ, প্রদীপ চৌধুরী, অরুণেশ ঘোষ, অবনী ধর, ফালগুনী রায়, কনক ঘোষ, সুভাষ কুণ্ডু, আপ্পা বন্দ্যোপাধ্যায়, দীপকজ্যোতি বড়ুয়া, বিজন রায় এবং সমীরণ ঘোষের গল্প।