ইংরেজিতে অনূদিত কাজী শাহেদ আহমেদের আত্মজীবনী

কথাসাহিত্যিক কাজী শাহেদ আহমেদের আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ ইংরেজিতে অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন আরিফা গনি রহমান। অক্টোবরের শেষ সপ্তাহে বইটি প্রকাশ করেছে কাগজ প্রকাশন। চিত্রশিল্পী মনিরুল ইসলামের পেইন্টিং অবলম্বনে প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য ১৫০০ টাকা।

ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ‘আজকের কাগজ’-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন।

২০১৩ সালে তার প্রথম উপন্যাস ‘ভৈরব’প্রকাশিত হয়। আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। একই বছর প্রকাশিত হয় উপন্যাস ‘পাশা’। এছাড়াও প্রকাশিত হয়েছে উপন্যাস- `দাঁতেকাটা পেনসিল’, `অপেক্ষা’, `শিলু ও তাপসের কথা ও কাহিনী’।

ইতোমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে `ভৈরব’ ও `দাঁতেকাটা পেনসিল’।