অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

ওয়াহিদ কায়সারের অনুবাদে ‘আমি আছি অন্ধকারে’

‘আমি আছি অন্ধকারে’ নিজের মায়ের প্রতি প্রাপ্তবয়স্ক একজন মেয়ের একটা সাক্ষ্য। জার্নাল আকারে লেখা এই বইটা আলঝেইমার রোগে আক্রান্ত নিজের মা আর তার অবস্থার অবনতিকে স্মরণ করে লেখা একটা বিবরণ যেটা প্রায় তিন বছর ধরে বিস্তৃত। তার মা যখন প্রথম অসুস্থ হয় তখন বোঝা যায় তার সাহায্যের খুব প্রয়োজন। তাড়াতাড়ি স্পষ্ট হয় তার মায়ের আসলে পেশাদারি সাহায্য প্রয়োজন। তার মায়ের জায়গা হয় একটি বৃদ্ধাশ্রমে, আর তিনি বুঝতে পারেন সেটা ছেড়ে যাওয়া তার পক্ষে কখনোই সম্ভব হবে না। এই স্মৃতিকথাটি অন্বেষণ করে মানুষের শারীরিক আর মানসিক অবস্থার অবনতি, মৃত্যু এবং মা-সন্তানের ভূমিকার পরিবর্তনের জটিলতাগুলো।

অ্যানি এরনোর জন্ম ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। তার লেখা মূলত আত্মজৈবনিক। জার্নালের মতো সেসব লেখার সঙ্গে সংযোগ আছে সমাজবিদ্যারও। তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে আছে বছরগুলো, 'আমি আছি অন্ধকারে', 'একজন নারীর গল্প', 'একজন মেয়ের গল্প', 'সাধারণ আবেগ' ইত্যাদি। প্রথম সারির প্রায় সকল ফরাসি সাহিত্য পুরস্কার পেয়েছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য এরনো নোবেল পুরস্কার লাভ করেন ২০২২ সালে। এছাড়াও এরনো বারবার সমর্থন দিয়েছেন ইসরায়েলবিরোধী বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস) মুভমেন্ট আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে।

প্রকাশনা প্রতিষ্ঠান: অনুবাদ।
প্রচ্ছদ: জাহিদ সোহাগ।
মুদ্রিত মূল্য: ২০০ টাকা।