অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

সুমন সাজ্জাদের ‘তুলনামূলক সাহিত্য : মৃত্যুর মিথ বনাম বাস্তবতা’

বাংলা অঞ্চলে আধ-শতকেরও বেশি সময় ধরে তুলনামূলক সাহিত্য পড়ানো হয়ে থাকে। সাম্প্রতিক বিশ্বে তুলনামূলক সাহিত্য নতুনভাবে গড়ে উঠেছে, উঠছে কিংবা রূপান্তরিত হচ্ছে। কেউ বলেছেন জ্ঞানশাখা হিসেবে তুলনামূলক সাহিত্যের মৃত্যু ঘটেছে, তার বিপরীতে অনেকেই বলছেন তুলনামূলক সাহিত্য নতুন জ্ঞান ও তাত্ত্বিকতায় সমৃদ্ধ হয়ে নবায়িত হয়েছে।

এই বইয়ে তুলনামূলক সাহিত্যের তত্ত্ব, ইতিহাস, পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে; তুলনামূলক পদ্ধতির বেশ কিছু প্রায়োগিক উদাহরণও উপস্থাপন করা হয়েছে। বিরল বই, পত্রিকা ও সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের আলোকে বাংলা অঞ্চল ও ভারতীয় উপমহাদেশের তুলনামূলক বিদ্যা ও সাহিত্যের ইতিহাসকে পুনর্গঠনের চেষ্টা করা হয়েছে এই বইয়ে।


প্রকাশনা প্রতিষ্ঠান: মাওলা ব্রাদার্স।
প্রচ্ছদ: ধ্রুব এষ।
মূল্য: ৮০০ টাকা।