আগুনের কাঠ থেকে জ্বলে ওঠে মুদ্রিত হরফ

noname

দেখা


দূরের জানালা থেকে
সারাদিন দেখা যায়
গান থেকে বহুদূরে
পাহাড়ের গায়ে গায়ে
মেঘ লেগে আছে।

ধ্যানের গম্ভীর সেতু কথা বলে
গান গায় আর
চাঁদের সামান্য আয়োজনে

মনে পড়ে

 

স্বর্গ


আগুনের কাঠ থেকে জ্বলে ওঠে মুদ্রিত হরফ                       

ফিনিক্স পাখির মতো উড়ে যায় মেঘ ও ধোঁয়ায়...

রঙিনবাগানে রোদ খেলা করে নরমভাষায়


গুহার ভেতরে ঢুকে চুপিচুপি ভাষা খুঁজি রোজ...

 

ওড়া


পাখির ওড়ার নিচে ভেসে যায় মেঘ

নদীর শরীরে তার এলোমেলো ছায়া

গাছেও জড়িয়ে আছে লোকায়ত মায়া

প্রখর-হিমের দিনে তরল-আবেগ

 

পর্যটন


রেখেছি বাড়িয়ে হাত, দ্রুত ফিরে দেখি

তুখোড় পাহাড় নামে লেপচাখা গ্রামে

অজানা বাঁকের দিকে ছুটে আসে চাঁদ


মেঘের কবিতা নিতে এতদূরে এসে

পাহাড়ি জোঁকের মতো ঘোরাঘুরি করি