দাউদ হায়দারের একগুচ্ছ কবিতা

noname

 

 আমার পরিচয়


ভুলে যাও ভিটেমাটিদেশ

তুমি উদ্বাস্তু, আশ্রিত।

তোমার স্বদেশ বলে কিছু নেই

তুমি পরগাছা, তুমি মৃত


তোমার সামাজিকতা, তোমার পারিপার্শ্বিক

তোমার চেহারা তোমার চালচলন

উদ্বাস্তুর; আমাদের ঘৃণা-করুণায়

তোমার জীবন


এদেশ তোমার নয়

এই ভিটেমাটিজমিন তোমার নয়

তুমি আশ্রিত, উদ্বাস্তু;

এই তোমার মানব পরিচয়


দেখা হবে


চাল নেই চুলো নেই অনাহারে দিনকাল

এদিকে রাজন্য অত্যাচার


প্রতিবাদী মানুষেরা প্রত্যেকে কানু সান্যাল,

দেশের আনাচেকানাচে চারু মজুমদার


জীবিত বা মৃত যেই হোক

বিষবারুদে শরীর গাথা।

দু’হাতে গাণ্ডীব আর দুই চোখ

দেখে নিচ্ছে কে শত্রু কে মিত্র, পরিত্রাতা


আমাদের ভিটেমাটি

কেড়ে নিচ্ছে যারা

দেখা হবে কুরুক্ষেত্রে। যুদ্ধঘাঁটি

প্রস্তুত। মন্ত্রণাদাতা এর্নেস্তো চে গুয়েভারা


মহাশ্বেতা


বলো মহাশ্বেতা
এই দেশ নিয়ে কেন আদিখ্যেতা?

কী পেয়েছে দেশের মানুষ, সাধারণ?


দিনরাত্রি কেবল ভাষণ,

কান ঝালাপালা। নিশ্চয় নির্বোধ

আমরা। কখনো প্রতিরোধ

করিনি সদলে


শুনেছি শহরে, মফস্বলে

ঠিক দুপ্পুর বেলায় ভূতে মারে ঢেলা-

তাই যদি হয়, সারাবেলা

ভূত আনাচেকানাচে                               

দূরে কাছে


জানো মহাশ্বেতা

এই জাতি

আত্মঘাতী

সমাজের প্রতি-গৃহে

বহুব্রীহে