টিনা মোস্তারীর কবিতা ।। সময়, অসময়, বর্তমান

tina-mostari-final

সময় আর অসময়ের মাঝেই আমাদের বাস! জীবন-যাপন!

যেন নো ম্যান্স ল্যান্ড! কিন্তু চলমান!

কম-বেশির হিসেব মেলাতে মেলাতে নিজেরাই হারাই অসময়ে...

 

সময় কী, কেমন করে হাঁটে?

সত্যি কি জানা?

আজ হয়ে যাবে কাল, পরশু

কিংবা আরও পরের অসময়ের সেতু!

আজকের এই সুন্দর সময় কেন 'আগামী' হতে পারে না?

 

কেনো বারবার বলি—কম সময়, বেশি সময়!

সবই তো বর্তমান

'অবর্তমান' বলে কি কোনো শব্দ আছে জীবনের অভিধানে?

 

মুখে বলি বটে! এটাও কি জানি, বর্তমান কী?

কেন কেবলই ছুটে বেড়ায় সে?