জল

noname

 

উৎসর্গ: গৌতম বসু

কিছু-বা লেখার কথা ভাবি:

 

লেখা থেকে দূরে গেলে এই মনে হয়

আমাকে কেবলই ঘেরে ছন্দের দোলা

 

সাদা পৃষ্ঠার কাছে পুরোনো অভ্যেসে

বসেছে একটি আজ উদাস কলম

 

যে-লেখা লিখবে বলে হেঁটে যেত পথ

সে-পথে জ্বলেছে বাতি, ক্ষীণতম আলো

 

লেখার শরীর এসে তার হাতে চিবুক ছোঁয়াল...

 

দাঁড়াই ব্রিজের কাছে গিয়ে

ব্রিজের ওপরে হাত রেখে

              জল দেখি:

 

এত জল নেমে এল পাহাড়ের থেকে?

 

এই জল ছুঁয়ে ছুঁয়ে দেখব বলেই

এসেছি এতটা যেন অরণ্যছায়ায়...

 

জল এসে

আমার হাতের লেখা ধুয়ে দিয়ে যায়

 

জলকে শ্মশানবন্ধু ভেবেছেন কবি

এই জল তাঁর কাছে রামপ্রসাদ সেন

 

তোর্ষার জলের পাশে বসে আছি একা—

 

জল থেকে

সুরের আজলা তুলে নেন শ্রীতানসেন...