জন্মার্ঘ্য শুভানুভব

কেন আসো! মরেই থাকি বারোমাস! দিনের দহনে দিনে দিনে তামাটে হয়েছে দেহ, মন সে তো মরে গিয়ে ভূত হয়ে আছে, কেবল নিশুতি হলে রাত—দলবেঁধে কাঁদে, বিলাপের তানে! হায় মেঘ! তুমি বরং অলকার  দিকে যাও, আমার যক্ষ আমার তরে বেদনাকাতর নয়! আমার জন্যে তোমা মারফত তাঁর নেই কোনো সন্দেশ! তবু কেন তুমি বারবার করে আমার পানেই ধাও! হায় মেঘ তুমি অলকার দিকে যাও!