বাকি উপমারা গাল ফুলিয়ে

কী বলব বলো?

তোমায় নিয়ে,
একটি উপমা দিয়েছি বলে বাকি উপমারা গাল ফুলিয়ে আছে।
কী বলব বলো?

তোমায় নিয়ে,
উদাহরণের দল বলাবলি করছে, তোমার জন্য নাকি একটি উদাহরণ যথেষ্ট নয় এনিয়ে তুমুল শোরগোল চলছে উদাহরণদের মাঝে।
কী বলব বলো?

তোমায় নিয়ে,
একটি বাক্যগঠনে কমা দিয়েছি তাই দারি রাগ করেছে, দারি বলছে তার মানে আমি নাকি অনেক কিছু বলতে চাই।
কী বলব বলো?

তোমায় নিয়ে,
মনে মনে পাটিগণিত করেছি তাই বীজগণিত গোস্বা করেছে। আর জ্যামিতিকে তো চেনয় কখনো সরলভাবে কোনো কিছুই ভাবতে পারে না তাই বাঁকাদৃষ্টিতে দেখছে আমায়।
কী বলব বলো?

 

সাক্ষাৎকাল

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যখন ঢাকায় মসলিন জনপ্রিয় ছিল
সেকালে যখন টাকায় এক মণ চাল মিলত।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকাল ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত
যখন ক্ষুধার্ত মানুষগুলোর ছবি আঁকা হচ্ছিল।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যখন রবীন্দ্রনাথ শেষের কবিতা লিখছিল
সেকালে যখন রবীন্দ্রনাথের কবিতার খাতা কবিতায় উপচে পড়ছিল।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকালে শাজাহান তাজমহল গড়ছিল
পরম মমতায় মমতাজকে ঘিরে।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকালে বেদেদের নৌকা এক নদী থেকে আরেক নদীর সন্ধানে ছুটত
যখন একগোছা চুড়ি বিক্রির জন্য জীবন নৌকা নিয়ে লুকোচুরি খেলত বেদেরা।

তোমার সাথে আমার দেখা হয়েছিল সেকালে
যেকালে রাধাচূড়া আর কৃষ্ণচূড়া লাল রঙে রাঙাত নিজেকে।