লেফট রাইট লেফট

ঐতিহাসিক ৩২। থুবড়ে থাকা ৬৭৭। ঝাঁঝরা ১৮ বুলেট।
৮/১৫-কে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে স্বর্গের দিকে—
লেফট! রাইট! লেফট!
 
২৪২৫৬১ রিসিভার পড়ে আছে ফ্লোরে পাইপ...
...সিঁড়িতে চশমা। রাসেল কই? রাসেলের সাইকেল!
লেফট! রাইট! লেফট!
 
৫৭০'এ কুয়ার শীতল জলে সর্বশেষ স্নান, অলৌকিক লোবানে
রেড ক্রিসেন্টের রিলিফের কাপড়ে মোড়ানো—
৪৬৮২ কারাগারের দিনগুলো!
লেফট! রাইট! লেফট!
 
২০,২৩৯ দিনের অবসান ঘটিয়ে
মহামানব মাটির বিছানায়; বিছানা ভিজে যাচ্ছে রক্তে!
মন-কবরে চিরকাল জীবন্ত থাকবে—১৭ মার্চ।
লেফট! রাইট! লেফট!
 
বাইগার পাড়ে আগরবাতি জ্বালিয়ে
ঝিঁঝিঁপোকা কাঁদে, কাঁদে সন্ধ্যা।
‘জলপাই রঙের সিপাহি অন্ধকারে’ অস্ত্রের উল্লাসে বিব্রত ৭ মার্চ।
লেফট! রাইট! লেফট!
 
৩০ শ্রাবণ। প্রবল বৃষ্টি; ভেসে যাচ্ছে গুলিবিদ্ধ বাংলাদেশ,
ভাঙ্গা চশমার স্থলাভিষিক্ত হচ্ছে—ফণিমনসার সানগ্লাস, সানগ্লাস...
লেফট! রাইট! লেফট!