মাস্তুলের জ্বর

মাস্তুলের জ্বর

চুম্বন লিয়াজোঁ হয়ে কাছে এলে দেখি,
আমার বুকের শিরা—সেতারের তার
কেঁপে কেঁপে বাজে শ্রুতির উত্তরে
তোমার মধ্যমা জাগে তর তর করে
পাহাড়ি ছড়ায় নেমে রাষ্ট্র দেয় ঝাঁকি…

বিপন্ন গোলাপি হাঁস যেন আজ প্রেম
আঁতিপাঁতি খুঁজে মরি একুশ শতকে!
ইয়েমেন চায় শান্তি, ইউক্রেন ন্যাটো…
সুরক্ষাবলয় ভেঙে ঢুকেছে মোসাদ
বিপন্ন গোলাপি হাঁস যেন আজ প্রেম

২.
আমার হৃদয় এক ড্রোনের ক্যামেরা
চুপিচুপি নেমে পড়ে তোমার হৃদয়ে
কত রূপ কত তুমি—দেখেছি বিস্ময়ে!
সাম্বার হরিণ হয়ে আজ পড়ে আছি
লুপ্ত হতে কত বাকি জি-সেভেন মাসি?

হাঁসের চৌম্বক মাঠে সৌর প্রেম নিয়ে
হৃদয়-বন্দরে নামি, ড্রোন ক্যামেরায়
তুলে রাখি সব ছবি—প্রেম, ঘৃণা, সাপ…
হিংসার মিসাইলে তবু বিধ্বস্ত কিয়েভ
আমার হৃদয় আজ—ন্যাটোদের ট্র্যাপ…

৩.
বাতি দুটি জ্বলে যেন দুই পেশিশক্তি
চলে যায় ঘুম দূরে ভ্যানিলার ঘ্রাণে
এখানে এসেছে যারা, তারা একাকার
বিভাজন মুছে যায় মাছের-নদীর
শ্রেণির দালাল ঝরে সংগমে সংগমে…

ট্যারোরিস্ট ক্যাবিনেট গর্ভপাতি বড়ি
চেরি দুটি ঢলে পড়ে—নিবুনিবু বাতি…
আজভ সাগর আজ উন্মাতাল মোষ
সাপিনী সংযত করো চোখের আফিম
বুকের মাইন, জিব, পরাশক্তি-ফোঁস…