X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বাঙলা যেভাবে দুঃখী হলো

শরণ এহসান
১৬ মার্চ ২০২৫, ১৫:৫২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫:৫২

আবহমান বাংলার সকল দুঃখী নারীর প্রতি নিবেদন

রিতার দুই চোখ আজ বিমর্ষ-করুণ।
আকাশে নবীন মেঘ দেখে
মনে হয় যেন সারাটা আকাশ জুড়ে লেপ্টে আছে
রিতার দুই করুণ চোখের কাজল,
আর চোখের দৃষ্টিতে বাধা পড়ে আছে
কোনো প্রাচীন দিনের বর্ষণমুখর সন্ধ্যা।
জারুলের শাখায় শাখায় উদ্বেগ
বর্ষা গেলে পরে আসবে শরতের
নিদারুণ বায়ুবেগ।
মানুষ জন্মেছে, গিয়েছে ভুলে বিষাদ কত কত!
লেখকের বুকে সাহস আছে যত
রিতার বিষাদ লিখে যেতে হবে,
শরতের আকাশ তার ফুরসত পাবে কত!

হে পাঠক,
এসো বৈরিতা ভুলে সব
তিলোক কামোদের কল্লোল তুলি এসো।
শরৎ আকাশ, মেঘ মুছে যাক কালো
রিতার চোখে আকাশ সুনীল আলো।
বিগত জন্মের কস্মিন কালো পাপ
এই জন্মে কোন ফাঁকে নিল উত্তাপ?

হে পাঠক,
তাকে হটাও হটাও আজ
আঁধারের বুকে মারো আলোর তাজ।
বাঙলার যত খরস্রোতা নদীর ঢেউ
রিতার চোখেই দেখেছে কেউ কেউ।
পলি জমে তাতে পাথর হয়েছে আজ
চন্দ্র তিথিতে পূর্ণিমারে দেও ডাক,
আজ সজল চোখের ভাঁজে
বাতি জ্বেলে দাও, ফোঁটাও নীরব পুষ্প,
বাজতে থাকুক সাইরেন যত শঙ্খ।

এই বাঙলার যত নদীপথ জুড়ে
রিতার দুঃখী আঁচল রয়েছে পড়ে,
সে আঁচল তার তুলে দাও কাঁধের 'পর
ঘুঙুর যদিওবা পড়েছে রাঙা পায়,
ভেসে যেতে দাও সপ্তডিঙা মধুকর।
যে বাঙলার ভাওয়াইয়া সুর
ডাহুকের পায়ে বেঁধেছে নূপুর,
উদাস করেছে বালিকা বঁধুর সজল আঁখি
ভাটি গাঙ বেয়ে আর কতদূর যাওয়া বাকি!
সময় হয়েছে আজ পাল তোলার
হাল ধরেছে মাঝি দশ, ছাড় আজ বালার।
শালবন লতার আখরে আখরে
দাগ কেটেছে পদ্মপুরাণ
তবুও তো প্রাচীর বুকে সূর্য ওঠে এই চিরসত্য
মাথা নত করে আকাশ ওই দিগন্ত রেখায়,
এই দুঃখী বাঙলায় রিতার যত অভিশাপ
উঠুক ফুটে বর্ষামুখর পুষ্প, শাখায় শাখায়।
বাজতে থাকুক সাইরেন যত শঙ্খ
ভয় যেন না পায় সে,
এই ভাটি বাঙলাই দেবে তার সঙ্গ
ভয় যেন না পায় রিতা
থাকে যেন সদাই নিঃশঙ্ক।

/জেড-এস/
সম্পর্কিত
নববর্ষে সহিংসতার আশঙ্কা মোকাবিলায় নিরাপত্তা নিশ্চিতের আহ্ববান
শব্দ দহন
পল্লিকবি জসিম উদ্‌দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
সর্বশেষ খবর
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া