মৌতাতের বাসনা

১.
গভীর থেকে গভীরে
আরেক হৃদয়
দেহ আর দেহে পরিপূর্ণ

তোমার ভেতরে রোদ
রোদে রোদে দারিদ্র্যসীমার নিচে
বসতি বেঁচে থাকে

সময় এখন সংঘাতের
সময় এখন সংঘাতের

মৌতাতের সুতীব্র বাসনায়
আরেক মন
স্পর্শ আর স্পর্শে পরিপূর্ণ

তোমার বুক কত গভীর
জোয়ার আসে
জাহাজের নোঙর ছিঁড়ে যায়

সময় এখন প্রতিঘাতের
সময় এখন প্রতিঘাতের

অকৃত্রিম আদি আগুনে
আরেক শূন্যতা
নিশ্বাস আর নিশ্বাসে পরিপূর্ণ

দ্রোহ বাতাসে উড়ে
উড়ে বেড়াই তোমার চারপাশে
আশায় তবুও দ্বিধা

সময় এখন অপঘাতের
সময় এখন অপঘাতের


২.
আমার অস্তিত্বের সাথে
একটি ফড়িংয়ের জীবন জড়িয়ে আছে
মৃত্যু তাকে স্পর্শ করে

আমাকে ঘিরে
এক রূঢ় বাস্তবতা মঞ্চায়িত হচ্ছে
আমার বেঁচে থাকার কৃতিত্ব তার

ছোটো ছোটো ঘাসফুল
টাঙানো নাইলনের তার
ফুলেদের মাঝে রজনীগন্ধা

সব অতীত
একটি ফড়িং
আমার জন্যই অস্তিত্ব হারিয়েছে

লোকাল বাসের মত
ধুঁকতে ধুঁকতে
অভিশপ্ত এ তল্লাট পার করি।