ঐহিক মৈত্রী সম্মাননা পেলেন কবি জুয়েল মাজহার

 

noname

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ঐহিক মৈত্রী সম্মাননা-২০২০’-এ ভূষিত হলেন কবি জুয়েল মাজহার। গতকাল দুপুরে তাকে এ সম্মাননার প্রস্তাব দেন ঐহিকের সম্পাদক তমাল রায়।

তমাল রায়ের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন ‘ঐহিক বাংলাদেশ’-এর সম্পাদক কবি মেঘ অদিতি ও পশ্চিমবঙ্গের কবি সুব্রত সরকার।

তমাল রায় বলেন, কবি জুয়েল মাজহারকে সম্মান জানাতে পেরে ঐহিক পরিবার আনন্দিত ও সম্মানিত।

জুয়েল মাজহার ছাড়াও ‘ঐহিক মৈত্রী সম্মাননা-২০২০’ পেয়েছেন বাংলাদশের আরেক কবি আশরাফ আহমেদ। পশ্চিমবঙ্গের সাহিত্যপত্রিকা ‘ঐহিক’ এই সম্মাননা প্রদান করে থাকে।

২০২০ সালের ৬ ও ৭ ফেব্রুয়ারি কলকাতা বইমেলার মিডিয়া সেন্টারে জুয়েল মাজহার ও আশরাফ আহমেদের হাতে সম্মাননা উপলক্ষে বিশেষ স্মারক ও উত্তরীয় প্রদান করা হবে।

এছাড়া ফেব্রুয়ারির ১১ ও ১২ তারিখ ঐহিক আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলনে সম্মাননাপ্রাপ্ত কবিদের নিয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করা হবে। পাশাপাশি ঐহিকের প্রকাশনা বিভাগ সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত কবিতার বই প্রকাশ করবে।

১৯৬২ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন কবি জুয়েল মাজহার। আশির দশক থেকে শুরু করে সুদীর্ঘ চার দশক ধরে একনিষ্ঠভাবে সাহিত্য সাধনা করে চলেছেন এ কবি। তিনি একাধারে অনুবাদক ও অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে’র সম্পাদক।