জেমকন সাহিত্য পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ

Gemcon awardজেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর দীর্ঘ তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাগজ প্রকাশনের ফেসবুক পেইজে পুরস্কারের দীর্ঘ তালিকার একটি ভিডিও প্রকাশ করা হয়। এই তালিকায় কবিতা, গল্প ও উপন্যাস মিলিয়ে মোট ১৫টি বই রয়েছে; যার মধ্যে কবিতার ৩টি, ছোটগল্পের ৬টি এবং উপন্যাসের ৬টি বই রয়েছে।

পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা জানান, মহামারির কারণে আমরা প্রেস কনফারেন্স করছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমেই পুরস্কারের যাবতীয় সংবাদ প্রকাশ করছি। পর্যায়ক্রমে সংক্ষিপ্ত তালিকা ও পুরস্কার ঘোষণাও এভাবে প্রকাশ করা হবে।

জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর দীর্ঘ তালিকার ভিডিও লিঙ্ক : https://fb.watch/1Sq4FeE9hC/



৩টি কবিতার বইয়ের মধ্যে রয়েছে:

১. ঈহা—হাবীবুল্লাহ সিরাজী।

২. অন্যমনস্ক অনুপ্রাস—কামাল চৌধুরী।

৩. রাই সরিষার কাল—আব্দুর রাজ্জাক।

 

৬টি উপন্যাস গ্রন্থের মধ্যে রয়েছে:

৪. আগস্ট আবছায়া—মাসরুর আরেফিন

৫. একাত্তর ও একজন মা—ইমদাদুল হক মিলন

৬. মায়ামুকুট—স্বকৃত নোমান

৭. নদীধারা আবাসিক এলাকা—পাপড়ি রহমান

৮. একদিন একটি বুনোপ্রেম ফুটেছিলো—আকিমুন রহমান

৯. কলাবাগানের ইশতিয়াক—হাবিব আনিসুর রহমান

 Gemcon long list Inner

৬টি গল্পগ্রন্থের মধ্যে রয়েছে:

১০. যে পালাতে চায় সে হারায়— পূরবী বসু।

১১. মামলার সাক্ষী ময়না পাখি—শাহাদুজ্জামান।

১২. বাংলাদেশ ও অন্যান্য গল্প—মশিউল আলম।

১৩. মঙ্গলবারের জন্য অপেক্ষা—হামীম কামরুল হক।

১৪. পাখিসব—সাগুফতা শারমীন তানিয়া।

১৫. দিনগত কপটতা—আফসানা বেগম।

উল্লেখ্য, অন্য দুটি পুরস্কার ‘জেমকন তরুণ কবিতা পুরস্কার’ ও ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার’-এর পাণ্ডুলিপি জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২০।