বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা

Untitled-1আগামীকাল শুক্রবার বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ নভেম্বর এই কবি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৭ নভেম্বর সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক শিরীণ আখতার। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২০ প্রদান করা হবে। কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’  সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ। কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে বইমেলা।

বইমেলায় অংশ গ্রহণ করবে বাংলা একাডেমি, নৈঋতা ক্যাফে, কবি মানস, বগুড়া লেখক চক্র, দেশ পাবলিকেসন্স। এছাড়াও থাকছে শীতের পিঠা এবং হ্যান্ডিক্রাফটস।