আলম খোরশেদ ও রওশন জামিল পাচ্ছেন ‘অনুবাদ সাহিত্য পুরস্কার’

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রদান করতে যাচ্ছে অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২১। এবার ‘আজীবন সম্মাননা’ বিভাগে মনোনীত হয়েছেন আলম খোরশেদ এবং ‘বর্ষসেরা অনূদিত বই’ বিভাগে মনোনীত হয়েছেন রওশন জামিল অনূদিত আলেক্সান্ডার দ্যুমার উপন্যাস ‘কালো টিউলিপ’। 

এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ৩০ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত অনুবাদকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের আহ্বায়ক আনিসুজ জামান। প্রধান আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক, কবি ও অনুবাদক মাসরুর আরেফিন।

প্রধান অতিথি হচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

অনুষ্ঠানে অনুবাদ সাহিত্য পত্রিকা ‘যুক্তস্বর’র মোড়ক উন্মোচন করা হবে। চর্যাপদের গান পরিবেশন করবে ভাবনগর ফাউন্ডেশন।

উল্লেখ্য, বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রবর্তিত ‘বর্ষসেরা অনূদিত গ্রন্থ’-এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা এবং ‘আজীবন সম্মাননা’র অর্থমূল্য এক লাখ টাকা।