মাথা তোলে ঢেউয়ের কৌতুকে

nonameডেলিভারি

অদেখা মাস্তুল নিয়ে ফিরে গেছে অচেনা জাহাজ

 

সেই থেকে বসে আছি

যদি তার ছোঁয়া লাগে 

যদি নড়ে ওঠে এই দ্বীপ

 

মাছের ঘাইয়ের শব্দে ঘুম ভাঙে

গভীর হাঙর জাগে

মাথা তোলে ঢেউয়ের কৌতুকে

 

জল ভাঙে

জল ভেঙে পড়ে

 

মেনোপজ

বেশি বয়সের ডিমে তা দিতে বসেছি

 

দূর থেকে ভেসে আসছে

মরা নক্ষত্রের সুরে

কুমার শানুর হিট গান

 

এসবের থেকে আমি বাচ্চাকে বাঁচাব তাই

গোলাম আলির বাক্সে ডিম পেড়ে

তা দিতে বসেছি

 

রাজ্যের খারাপ থেকে, নোংরা থেকে, 

বাজার কালচার থেকে আমি

এই শেষ লক্ষ্যকে বাঁচাব তাই 

শান্তিপূর্ণ, সাঙ্গীতিক তা দিতে বসেছি

 

বেশি বয়সের ডিম সেদ্ধ হয়ে গেছে