অবরুদ্ধ সময়ের কবিতা

ভয়ের ভেতর থেকে

noname

ভয় ছিলো গোপন আঘাতের, কোনো ধাতব অস্ত্র নয়

সূক্ষ্মতম আততায়ী ছিলো প্রতিক্ষায়, বুঝিনি কবে সে

ছুঁয়ে যায় রুগ্ন হাতের হিম। সীমানা প্রসঙ্গ হারায়, শবদেহ অস্বীকার করে

রাষ্ট্রের নিখুঁত বয়ান। শত শত বছরের অগুনতি শবদেহ,

অতিক্রমের ইতিহাস ছিলো পরাক্রমী নির্মাণ।

পিতবর্ণ বা শ্বেত, নিকশ অন্ধকের কালো বা আমাদের মতো মিশ্র বাদামী

ভয় কখন হয়ে যায় আতঙ্কের নীল, ঘরের থেকে উপড়ে যায়

যাবতীয় ব্যক্তিগত বাসা, ভালোবাসার গোলাপি মুঠি।

এই আতঙ্কের ধূসর ঠান্ডায় চারদিকে নিঃশব্দের মাদল বাজে, যুদ্ধহীন মৃত্যুর।