অবরুদ্ধ সময়ের কবিতা

মারী

noname

এইসব সিজোফ্রেনিয়ার দিনে

পৃথিবী নিঃসঙ্গ হলে

মৃত্যু-বিষয়ক মর্মবেদনায় ভুগে ভুগে  

পানশালায় বসে থাকি

মারী দেখবো বলে—

রক্তে তীব্র নিকোটিনের প্রভাব  

শত শত মানুষ ধূসর চোখে চেয়ে আছে 

দ্যাখো সামনে রয়েছে অন্ধকার গোলকধাঁধা

ফুসফুসে অক্সিজেন উধাও এখন

খেলার সকল সরঞ্জাম হারিয়ে গিয়েছে বলে

সমস্ত উৎসব শেষ হয়ে যায় 

সুদূর অতীত থেকে কারা তবে 

বারবার ডাকে সকরুণ সুরে?

এখানে চাওয়া-পাওয়া কিছুই নেই আর   

সরল ডানায় উড়ে গেছে নিস্তব্ধ সময় 

তবু কিছু স্রোত তখনও বুদবুদ নিয়ে 

চিরশূন্যতায় ভাসে...