অবরুদ্ধ সময়ের কবিতা

সময় যখন অবরুদ্ধ

noname

এই মায়াশস্যের এক নিশ্চুপ হাওয়া

এলোমেলো করে দিলো,

যা কিছু ছিলো

রাতের নির্জনে গোপন দুঃখের মতো ঝরতে ঝরতে

মিশে গেলো

 

বহুদিন পর এতদিনে জানা হলো

বিগত দিনের সকল অত্যাচার মিশে গেলো

 

তুমি কোথায় যাবে এখন, কতদূর...

তোমার পেছনে আছে অজ্ঞাত দুপুর

এক মধ্য দুপুর,

তুমি দেখছো তোমার ছায়া পড়ছে না

তুমি দেখছো তোমার মায়া উড়ে যাচ্ছে

তুমি দেখছো তুমি দেখছো...

তুমি আসলে কিছুই দেখছো না

জানছো শুধু কোনো চিঠি আসছে না

 

কতটা প্রজাপতি ছিলে তুমি!

কতটা ছিলে পাহাড়ের ছায়ায়!

তোমার অত্যাচারে কেন প্রকৃতি পালাতে চায়!

 

কে তবে পালায়

মানুষ? নাকি ধরিত্রী?

বলতে পারো?

কেন তুমি আজ ঘরের যাত্রী?

 

আজ

নিঃশ্বাসের ভেতরে নিঃশ্বাস

আজ

চোখের ভেতরে চোখ

আজ

পাঁজরের ভেতরে পাঁজর

আজ

পায়ের ভেতরে পা

আজ

হাতের ভেতরে হাত

 

দেখো

বেঁচে থাকাটাই আজ বড় বিস্ময়

থমকে গেছে মানুষের সমূহ বিজয়

তবুও

আকাশের দিকে চেয়ে থাকি

আসবে কখন রংধনু-পাখি