অবরুদ্ধ সময়ের কবিতা

ফেক নিউজ

25(উৎসর্গ :  মাহবুব মোর্শেদ)

 মুসার লাঠিতে

লোহিত সাগর ভাগ হয়ে গেছে,

হাঁটিতে হাঁটিতে

আসমানে পৌঁছে যাব, এবার সেভেন

জিরো জিরো... ডানা-কাটা

হেভেন খুলিয়া

আপনারে দেখিব, কিন্তুক জনাব

পেছনে নুহের কিস্তি

ফেলে

আপনি শুভচ্ছো দেবেন

ধুইতে ধুইতে হস্ত নাড়িবেন

আর

দেখব চাবুকের ঘায়ে কম্পিত দূরপ্রান্তর... হাঁটাতে হাঁটাতে

আপনি নীল চাষ

নীল ছবি করিয়ে ছিলেন;

 

আমি নীল রং, আপনার কমনীয় বিজ্ঞাপন

পুণ্যে আপনার গভীর সেবায়

আপনার জন্য গুজব উৎপাদন করি

আমি—পুতিনের বাঘ...

মাহবুব মোর্শেদ—কুচক্রী

ফেক নিউজের সখা

এসব তো বলেই খালাস

তবু তার মায়ে কেন কাঁদে?

বাঁকানো নিমডালের মতো রাত্রিগুলো আরও বক্র করে

কাইন্দে কাইন্দে কেন কয়, ‘ভাত খামু

কয়ডা টেকা দিয়া যান, বাবা...’