অবরুদ্ধ সময়ের কবিতা

আর আমার ছায়া পড়ে না

noname

রৌদ্রে ধুয়ে নিচ্ছি ছুরিকা।

তারপর মিহি বাতাসে তা লুকিয়ে রেখে

মিশে গেলাম মৃতের মধ্যে।

আকাশ নির্মেঘ—পতঙ্গের টহল,

তার মাঝেই চোখ কচলে নেয় প্রকৃতি—

দেখে, এবছর প্রতিফলন ভালো

গোটা মাঠ জুড়ে মানচিত্র আঁকা হয়েছে পৃথিবীর—

হাওয়া দিচ্ছে—

 

খুব শান্ত লাগে সবকিছু।

গাছে হেলানো সাইকেলটি গাছের নিজের হতে চলল

 

বড় শান্ত সবকিছু

আমিও মৃত্যুর হয়ে যাচ্ছি।