অবরুদ্ধ সময়ের কবিতা

স্তব্ধ হও

noname

কেউ একজন এসেছে টগবগিয়ে

নিষিদ্ধ খুরের আওয়াজে

তাকে গিয়ে বলো—

‘পৃথিবীর অসুখ সেরে গেলে পরে

আরেকবার এসে দেখো ছদ্মবেশে—

বিষাদের অন্তহীন ডুবে যাওয়া থেকে

মুখ ফিরিয়ে নেওয়া মানুষ

আলোর ঝিলিকে, বাতাসের নিঃশ্বাসে

লিখে রাখে শুধু বিজয়ে সভ্যতা!

এইভাবে দুঃস্বপ্নে দুবেলা কুণ্ডলি পাকিয়ে

কতদিন আর কতবেলা! 

বরং ফিরে যাও এই ধুলোর ঘূর্ণি থেকে

স্তব্ধ হও—নিঃসঙ্গ সাক্ষীর মতো পান করতে দাও

ঘর পালানো বাতাস।’