অবরুদ্ধ সময়ের কবিতা

এলোমেলো আমি আজ

noname

এলোমেলো আমি আজ, পাখির ডানায়

অহরহ ছুঁড়ে ফেলা শব্দের ভেতরে

হারিয়ে যাওয়া কোনো এক সীমানায়,

আজ শুধু আমি নেই, নিজের ভেতরে,

অনিয়ম মন, কেবল বাঁধনহারা।

কারো সঙ্গে কারো নেই অবাধ সংযোগ,

সুখ-দুখের বিচ্ছেদে যেন দিশেহারা

ভাগ্য-বিধাতা না মানা শত অভিযোগ।

 

অন্তর অস্থির তবু, ঘরে বসবাস

সম্মিলিত আয়োজনে আমি কৃতদাস।

অন্তরে কোন্দল, তবু মনে বাজে গান

মরে মরে বেঁচে যায়, প্রাণহীন প্রাণ।

আবেগ-আনন্দে পৌষেরই সমাচার

অন্তরে-অস্তিতে চলে নিজের প্রচার।