অবরুদ্ধ সময়ের কবিতা

পরাণ কাঁদে গহীন গাঙে

noname

বায়ুস 

বেকার ভবঘুরে হতাশার বিষন্নতায় শ্রীহীন

খাদ্যের অভাবে কর্কশ ডাকও এখন কদর্য

শোনায়

জোটগতভাবে তারা আর করছে না মাতামাতি, দিচ্ছে না উড়াল

খুব বেকার কালো তীক্ষ্ণ ঠোঁট এখন ফ্যাকাশে

অলিগলি পথ-ঘাট মাঠ ডাস্টবিন ধু-ধু শূন্য

প্রভাতে রবির আভাতে জানালার পাশে এসে ডাকাডাকি করে না আমায়

তাদের জন্য পরাণ কাঁদে

ছুড়ে দেয়া রুটির টুকরো, ভাত ছালুন থেকে ফিরিয়ে নিয়েছে মুখ

তাদের উপোস রেখে আমি কি খেতে পারি!