পুরানকালের কবিতা

সাক্ষী থাইকো কন্যা তুমি শপথ তোমার নামে, কঠিনেরে ধরতে চাচ্ছি সরলতার
দামে। তোমার কাছে সেই কথাটি কসম খেয়ে বলি, আসমান তারা সাক্ষী রাইখ্যা
পুরান পথে চলি।

আমরা না হয় পুরান মানুষ পুরানকালের মতো, চইলতাগাছের তলায় বসে কইবো
কথা যতো। ডুমুরগাছের ছায়ায় বসে প্রাণ জুড়াবো গানে, আদর সোহাগ দিয়ো তুমি
মিষ্টি খিলিপানে।

বৃষ্টি যখন নামবে দূরে একটু সময় নিয়া, ভেটের লতা রাইন্ধো তুমি কই নাইকল
দিয়া। গাইয়ো তুমি আমার লাগি কলিজা কাটা গান, না করিও মান গো তুমি না
করিও মান।

দিয়ো দেখা কদমতলে ভাইঙ্গো তোমার আড়ি, দু’একটা লাইন তোমার জন্য যেন
বাঁধতে পারি। এই দাবিটা রাখছি বসে মন খারাপের কালে, আমার নামটি লেইখো
তোমার ফুলতোলা রুমালে।