বুকের বোঁটার কুসুম

বুকের বোঁটার কুসুম

আমি সাজলাম, রক্তমদির রঙে, ছন্দে।
একটি শিমুল ফুটে আছে। কাছে লাল হয়ে।
দেহে—শ্বাসের উপরিতলে। বুকের বোঁটার
কুসুম মেখে।

তার কাছে যাই, যেতে চাই যদি
পালাবে সে পতনস্বভাবে। কুহক ও নিজস্ব স্বরে।
আমার সাজের দানিতে কোনো ভণিতা নেই।
আমি একাগ্র। তবু, আমিই হলাম নত।

কুহকের ভারে মুহূর্তরা ভাঙে। ভাঙে বৃহৎ কোলাজ।
তবু, আমিই রয়েছি জেগে।
একটি ক্ষুধার দিকে তাকিয়ে অনেক ক্ষুধার কথা ভাবি।
তারা লীন, হারজিত হয়ে আছে।

জাগাবো না কুসুমস্বভাব। বুকের বোঁটার কুসুম।
নত হয়ে আছে বোঁটার পরাণ।
যত কাছে যাব, তত সে নেবে মিথ্যে।
প্রাণ যাকে চায়, সে নিষ্ঠুরতা। ভাঙা সুর গড়া।