শহর ভীষণ অকৃতজ্ঞ

অপেক্ষা

ফেটে যাওয়া ফলের ভেতর যেটুকু গভীরতা
আমাদের সখ্য সেটুকু অতিক্রম করবে না কখনো
জীবনের তামাম আঁধার ঠেলে কেউ আর
জাগাতে চাইবো না উৎসবিন্দুর নান্দনিক আখ্যান।

বলা যায়, দু'চোখের শিশির পোড়াবে না আর
দিগন্তপরিধির সুনীল জলরাশি, দেখা হবে না
আর কোনো ভুলজন্মের কুয়াশামাখা ভোর কিংবা
বিপুল ও চকমকি সবুজের আঁচল ছোঁয়া বৃক্ষসভায়।

আমরা কেবলি বিরহবর্ষিত আগুনের ডালি নিয়ে
শামুক-জন্মের অপেক্ষায় পেরিয়ে যাবো কয়েকটি
নৈমিত্তিক দুর্ঘটনা আর গীতবিতানের সহস্র অনুনাদ।


তারানা বাজিয়ে জনকোলাহল

মাস্ক মাস্ক গন্ধ ছড়িয়ে তারানা বাজছে চারপাশে
তীব্র জনকোলাহল, ভেতরে ঘুমের ক্লান্তি ধুকছে
না-বলা কথার ভেতর হল্লা ওড়াচ্ছে কতিপয় মেঘ
ধুতরা ধুতরা অজুহাত নাচছে শহরজুড়ে।

শহর ভীষণ অকৃতজ্ঞ, পুঁজির গ্রীবায় ওম খুঁজে
বিকৃত নাচে, সুখের আশায় ঝরায় জল, ভাঙে কর্ম
মেদুর আকাশে সাজায় কল্পনার মহাপূর্ণচাঁদ
আর জীবন হয়ে ওঠে মানহীন অন্ধ অনুভব।