অস্তিত্ব

অস্তিত্ব

একদল শামুক লজ্জা আনত চোখে যাত্রা শুরু করেছে
পৃথিবীর এক গ্রাম থেকে অন্য গ্রামে
তাদের প্রত্যেকের হাতে প্রবীণ হারিকেন
দলা পাকানো বরফ
আর তাদের কপালে কপালে আঁকা চন্দনের তিলক
পোড়া সংসরণ
সাদা স্বপ্নের ফেরিঅলা

২.
উনুনে তোলার আগে কুলোয় ঢেলে নিলাম
ছাড়াতে হবে তুষ
হুস্ হুস্

জানালায় উড়ে আসা কাকের ডাক
তাড়াচ্ছে কেউ
ঝেড়ে বেছে ধুয়ে নিতে নিতে দেখি
চালের কোনো অস্তিত্বই নেই
সাদা চিটে
কুঝিকঝিক সুরে দূরের কোনো বাঁশি
সাদা স্বপ্নের ফেরিঅলা