কবিতা

শীতঘুম

শীতঘুম

নীল হাড়গোড় ও একটা তাম্রফলক 
মাটিতে চাপা দিয়ে উঠে এলে দেখা যায়
মাটি থেকে হলুদ প্রজাপতি উরে আসে,
ফুলেদের কাছে প্রস্তাব দেয়
চাঁদের গন্ধ দেবে ওদের পরাগে, বিনিময়ে
গন্ধ ফিরিয়ে দিতে হবে, বীজ সেই গন্ধ
মাটির নিচে রেখে দেবে
যাবতীয় গন্ধ তো আসলে সাপের অতৃপ্ত ছোবল
অমেরুদণ্ডী ভালোবাসা
তাপিত ফুলের দেহে লেগে যাওয়া
হাড়গোড়ের শীতঘুম