কবিতা

মৃত্তিকাম্যুরাল

মৃত্তিকাম্যুরাল

বিতস্ত্র প্রশ্নের স্তূপে চুপচাপ থেঁতলে গেছে 
অর্ন্তরিত হাসির পা 
পাখি না ডাকলে 
যেভাবে বদলে যায় ঘুমের শহর,  
মন্থর গোলানো কৌতুক ছড়িয়ে দিচ্ছে বেহুদা শীতকাল।  

বীণায় অস্পষ্ট সুর, 
মার্কসবাদ বলছে শ্রেণি সংগ্রাম 
ফ্রয়েডীয় বলছে, উদগ্রজলে ডুবে আছে মানুষের গ্রাম। 
আর একজন কবি অবিরাম অভিযোগ করে বললেন 
এটা সেই থেমে যাওয়া বাতাসের গল্প, 
যার অন্তের দিকে ছড়িয়ে আছে অতন্ত্র বিরাম।  

ভেঙেচুড়ে উঠে দাঁড়াবো 
এমন ভঙ্গিমায় ছেড়ে যাচ্ছি স্টেশন

আন্তঃনগর অতীত থেকে ডেকে উঠছে মুরালের পাখি 
ডাকো, তোমার চারুমজুমদারকে ডাকো 
ডাকো বৈষ্ণব পদাবলি...। 

মৃত্তিকা বলছে কোথাও কেউ নেই
তুমি আমার কাছেই বেশি নিরাপদ হে বৎস!...

আমি কি ধন্যবাদ না দিয়ে থাকতে পারব হে গণতন্ত্র!!!