কবিতা

নিষিদ্ধ ইস্তেহার 

তূণীরে ফুল রেখে
কি ফিরে যাওয়া যায়?

যায় যাক যত দূর তির ছুঁয়ে,
স্পর্শ করুক রক্ত-পলাশ হৃদি...

ব্যথার জালিকা পেরিয়ে আবারও
প্রবেশ করি দীর্ঘ চুম্বনে
স্খলনের মুহূর্তে 
ভুলে যাই আমি কার নারী

প্রমত্ত কাঁপুনির ভিতর 
তোমার আদিতম ভাস্কর্যের উদ্ভাস
যে এখন প্রকাণ্ড ব্যাঘ্রের মতো
গিলে ফেলতে চায় আমার 
ক্রোধ, কাম, দহনের নদী।

যে নদী সহসা নিয়েছে বাঁক,
আন মানুষের দীর্ঘশ্বাস ডিঙিয়ে 
স্ফুরিত ঠোঁটের পাতায় লিখে যায়
নিষিদ্ধ ইস্তেহার।