কবিতা

নিখিলেশ রায়ের কবিতা

তোমাকে ভাবতে গেলে তোমার শীতল এসে 
টান মেরে নিয়ে যায় জমে থাকা সমস্ত হলুদ;
কচি কচি পাতাগুলো ফের জেগে ওঠে,
যেন কবেকার প্রেমক অঙ্কুর।
তোমাকে লিখতে গেলে মনে হয়
তোমার গহীনে শুধু প্রবেশের পথগুলো 
নিষ্কম্প আলো হয়ে
তুমুল বিরাজে, 
যেন দীর্ঘ গুমোট আর অতিশয়
ঝঞ্ঝাক্ষুব্ধ রাতি
তুমিময়তার মতো
ছেয়ে যায় সারা তল্লাটে