উমবার্তো একো-কে নিয়ে লিখবেন আজফার হোসেন

nonameবিজ্ঞাপন
উমবার্তো একো দার্শনিক, তাত্ত্বিক এবং ঔপন্যাসিক। তিনি ১৯৩২ সালে ইতালির আলেসান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন। ৪৮ বছর বয়সে লেখেন প্রথম উপন্যাস ‘দ্য নেম অব দ্য রো’। বইটি প্রকাশিত হয় ১৯৮০ সালে। এর পর ১৯৮৮ সালে প্রকাশিত ফুকো’জ পেন্ডুলামে তিনি কাব্বালাহ, আলকেমি আর কন্সপিরেসি থিওরির মিলন ঘটিয়েছেন। তার অন্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে : বউদোলিনো, দ্য আইল্যান্ড অব দ্য ডে বিফোর, দ্য মিস্টেরিয়াস ফ্লেম অব কুইন লোয়ানা, দ্য প্রাগ সেমেট্রি। এছাড়া দর্শন ও তত্ত্ব নিয়ে প্রকাশিত হয়েছে তার অসংখ্য প্রবন্ধ ও গ্রন্থ।
উমবার্তো পাঠকের চাহিদা কিংবা মানসিকতাকে আমলে নিয়ে লেখার বিপক্ষে ছিলেন। তার কথায়, ‘আমার মতে একজন লেখকের এমন কিছু লেখা উচিত, যা কোনো পাঠক প্রত্যাশা করে না। লেখকের উচিত পাঠকের রুচি পরিবর্তন করা। নিজের প্রত্যেক গল্পের জন্যই আপনাকে পাঠক তৈরি করতে হবে।’

উমবার্তো একো-কে নিয়ে শিগগিরই বাংলা ট্রিবিউনের সাহিত্যে লিখবেন বিশিষ্ট তাত্ত্বিক আজফার হোসেন।