অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সাংসদ ডাঃ এনামুর রহমান এম, পি বলেন, ‘বাংলা বিভাগের এ ধরনের মহৎ কাজের অংশীদার হয়ে আমি খুবই আনন্দিত।’ বইমেলার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিশীল নজির স্থাপনের জন্য তিনি বাংলা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ‘এ ধরনের মননশীল কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আরো বেশি সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত হবে বলে আমি বিশ্বাস করি।’
প্রধান অতিথির বক্তব্যের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র’-এর শিল্পীরা গান ও নৃত্যের মাধ্যমে এ আয়োজনের শুভ সূচনা করেন।
পরে শিল্পী সাজেদ ফাতেমী ও তার দল নকশী কাঁথা গানের মাধ্যমে বইমেলার প্রাঙ্গণকে পরিপূর্ণ করে তোলেন।