ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০১৬

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০১৬

ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি)- এর শিক্ষার্থীদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩১ মে দিনব্যাপী হয়ে গেল ‘জব ফেয়ার।' এ মেলার উদ্বোধন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন এবং আইইউবি’র ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উপপরিচালক এ এইচ লুৎফুল হাসান। আয়োজকরা বাংলা ট্রিবিউনকে জানান, দিনব্যাপী এই চাকরি মেলার উদ্দেশ্য মূলত দু’টি। প্রথমত, বাংলাদেশে পরিচালিত বিভিন্ন বহুজাতিক ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ সর্ম্পকে শিক্ষার্থীদের জানার সুযোগ করে দেওয়া এবং সেখানে পছন্দের পেশা নির্বাচনে সহায়তা করা এবং চাকরির সাক্ষাৎকারে নিজেকে যথাযথ উপস্থাপনের কৌশল শেখানো। দ্বিতীয়ত, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ করে দেওয়া।

উল্লেখ্য, ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ(আইইউবি)-এর ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগ এই মেলার আয়োজক। শীর্ষস্থানীয় ৩৯টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এই আয়োজনে।
/এনএ/