ইউল্যাবে ‘ডেভেলপমেন্ট ইন কমিউনিকেশন স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশের চাইতে থাইল্যান্ড অনেক সাশ্রয়ী- এরকমটাই জানালেন ব্যাংকক ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী ডিন প্রফেসর জেমস গোমেজ। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর  মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট ইন কমিউনিকেশন স্টাডিজ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। তিনি তার বক্তব্যে থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এবং তার মানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি ব্যাংকক ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট ও শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং তাদের আসন্ন নতুন বিভাগগুলোর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। তার বক্তব্য শেষে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মতামত জানতে চান প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে।

ইউল্যাবে ‘ডেভেলপমেন্ট ইন কমিউনিকেশন স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান ডঃ জুড উইলিয়াম হেনিলো, সহযোগী অধ্যাপক ডঃ সুমন রহমান, সহকারী অধ্যাপক মরিয়ম আখতারসহ আরও অনেকে।

/এনএ/