ইউল্যাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাতিসংঘের শরণার্থী এজেন্সি (ইউ এন এইচ সি আর)-এর তথ্য মতে ২০১৭ সালের মধ্যে জরুরি ভিত্তিতে শরণার্থী পুনর্বাসনের সংখ্যা ১.১৯ মিলিয়ন ছাড়িয়ে যাবে। পুরো বিশ্বে শরণার্থীদের বর্তমান অবস্থা, কেন তারা শরণার্থী এবং কেন তাদের পুনর্বাসন দরকার এসব বিষয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর কো–কারিকুলার অফিস এবং ইউএনএইচসিআর যৌথ উদ্যোগে আয়োজন করে ‘ইউএনএইচসিআর ইনফরমেশন ডে’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর এর বাহ্যিক সম্পর্ক বিভাগের ফারহিন খান।

ইউল্যাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে ইউএনএইচসিআর- এর কাজের প্রক্রিয়া এবং বর্তমানে সারা বিশ্বে শরণার্থীদের অবস্থা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এরপর ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান তার বক্তব্যে বলেন,  ‘মুক্তিযুদ্ধের সময় অনেক বন্ধু রাষ্ট্র আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল, আমাদের স্বাধীনতার জন্য বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছিল এবং আমাদের শরণার্থীরা ভারতে আশ্রয় নিয়েছিল। বর্তমানে তরুণ প্রজন্মের উচিত তাদের সংকীর্ণ কৌতূহল থেকে বের হয়ে পুরো বিশ্বে কি ঘটছে তা জানা।’

উল্ল্যেখ, ইউএনএইচসিআর প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে শরণার্থী প্রসঙ্গে প্রচারণা চালাচ্ছে।

/এনএ/