গণবি শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া

সেলিম হোসেন

গণ বিশ্ববিদ্যালয়ের  ফার্মেসি বিভাগের ৪র্থ বর্ষের  শিক্ষার্থী সেলিম হোসেন ইন্টেস্টাইন ড্যামেজজনিত জটিলতায় আক্রান্ত  হয়ে মৃত্যুবরণ করেছেন। ১৪ জুন মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকার হলি ফ্যামিলি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । 

সেলিম হোসেনের অকাল মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া  নেমে আসে।

সেলিম হোসেনের মরদেহ ১২ টার দিকে  বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবনের সামনে নিয়ে আসা হয়। এসময় শেষ বারের মত তাকে বিদায় জানাতে এসে সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা নামায অনুষ্ঠিত হয়। এসময়   ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী,  রেজিস্টার মোঃ দেলোয়ার হোসেন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা জানাজা নামাযে অংশ নেন।

পরে তার মরদেহ গ্রামের বাড়ি  ধামরাই উপজেলার কালামপুরের শোলধন গ্রামে দ্বিতীয় জানাজার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ ,ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোহাম্মদ, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

/এফএএন/