ইউল্যাবে জিম জারমুশের চলচ্চিত্র প্রদর্শনী

ইউল্যাবে জিম জারমুশ

 

প্রখ্যাত মার্কিন চলচ্চিত্রকার জিম জারমুশের সিনেমা নিয়ে ‘জিম জারমুশ: এ স্ট্রেঞ্জার ইন আমেরিকা’ শীর্ষক চলচ্চিত্র পাঠ অনুষ্ঠান আয়োজন করে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর  চলচ্চিত্র শিক্ষানবিশ কার্যক্রম ‘সিনেমাস্কোপ’। ইউল্যাব ক্যম্পাসের প্রদর্শনী রুমে  তিনদিনব্যাপী এই আয়োজনে স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতা জারমুশের চলচ্চিত্র প্রদর্শিত হয়।

হলিউডের রমরমা সিনেমা ব্যবসা-বিরোধী জিম জারমুশ। তার স্বাধীনচেতা চলচ্চিত্র তিনটি ধারায় ভাগ করে সিনেমাস্কোপের শিক্ষার্থীদের দেখানো হয়। আয়োজনের প্রথম দিন সঙ্গীত এবং সাহিত্যধারায় ২০১৩ সালে নির্মিত ‘ওয়ানলি লাভার্স লেফট অ্যালাইভ’ প্রদর্শন করা হয়। সিনেমা শেষে সাহিত্য এবং সঙ্গীতে জিম জারমুশের পদচারণা নিয়ে আলোচনা করেন সাবেক সিনেমাস্কোপ সদস্য জাহিন ফারুক আমিন।

আয়োজনের দ্বিতীয় দিনে সিনেমা-সংকলন ধারা থেকে ‘নাইট অন আর্থ’ এবং ‘কফি এ্যান্ড সিগারেটস’ দেখানো হয়। চলচ্চিত্র প্রদর্শনী শেষে সিনেমা-সংকলন এবং জিম জারমুশের রাজনৈতিক প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।

প্রদর্শনী শেষে জিম জারমুশ এবং বাংলাদেশের সিনেমা প্রেক্ষাপট নিয়ে বক্তৃতা প্রদান করেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ইমরান ফিরদাউস।

তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমার উৎকর্ষে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফিল্ম ক্লাবগুলো বড় ভূমিকা পালন করতে পারে। তবে স্বদেশি চলচ্চিত্রের নিজস্বতাকে পুঁজি করেই সিনেমা তৈরি করতে হবে আমাদের। জিম জারমুশসহ অন্যান্য স্বাধীনধারার চলচ্চিত্রকারদের চলচ্চিত্র ধারা মেনে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের অনন্যতা বজায় রাখতে হবে।’

উল্লেখ্য যে সিনেমাস্কোপ তাদের শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণ এবং এ সম্পর্কে জ্ঞান বাড়ানোর জন্য এ ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকে । 

/এফএএন/