ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের কর্মশালা

ইউল্যাব রেডিও

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)এর শিক্ষানবিশ প্রোগ্রাম রেডিও ক্যাম্পবাজের সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় রেডিও প্রোগ্রাম কর্মশালা। অনুষ্ঠানে নিউজ, প্রোগ্রাম এবং রেডিও  অপারেশন টিমের প্রায় ৪০ জন সদস্য উপস্হিত ছিলেন।

ইউল্যাব রেডিও ক্যাম্পবাজের উপদেষ্টা কিবরিয়া সরকার বলেন,"মুক্তোর মতো হাতের লেখা ভুল হলে যেমন পড়তে ভালো লাগে না ঠিক তেমনি যত সুন্দর কন্ঠ হোক না কেন কথায় যুক্তি না থাকলে ভালো রেডিও জকি হওয়া যাবে না।" 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের রেডিওতে কিভাবে কথা বলতে হবে এবং স্টেশন পরিচালনা করতে হবে সে বিষয়ে সাধারণ ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ দেশের প্রথম ও একমাত্র ক্যাম্পাস রেডিও। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হওয়ার পর থেকে বস্তনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার করে আসছে।

/এফএএন/