ইউডায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর ও মানববন্ধন আয়োজিত হয়ে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এ। ১ আগস্ট সকাল ১১টায় ইউডার প্রধান ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। প্রখর রোদ উপেক্ষা করে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ইউডার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থী ধানমণ্ডির ২৭ নম্বর মোড় থেকে সরকারি গ্রাফিক্স আর্ট কলেজ পর্যন্ত রাস্তায় দাড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে ইউডার ছাত্র সংসদের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী একটি বিশাল র‍্যালি বের করা হয়। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে। র‍্যালিটি ধানমণ্ডির বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ইউডার প্রধান ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।

জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে ইউডা

জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর ও মানববন্ধন প্রসঙ্গে ইউডার রেজিষ্টার ড. ইফফাত চৌধুরী বলেন, "এটা আসলে একটি প্রতীকী প্রতিবাদ। আমরা আজ বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে প্রতিবাদ জানাই সন্ত্রাস ও জঙ্গিদের সকল কর্মকাণ্ডের। গত পহেলা জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের মতো ঘটনা যেন আমাদের দেশে আর কখনও না ঘটে।" 

 

/এনএ/