ড্যাফোডিল এমসিটি বিভাগের ৪র্থ ফাউন্ডেশন ডে

 

ড্যাফোডিল ইউনিভার্সিটি

দেখতে দেখতে চার বছরে পা রাখলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ(এমসিটি)। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ ফাউন্ডেশন দিবস উদযাপনের আয়োজন করেছে বিভাগটি। ২ আগস্ট এই আয়োজন শুরু হবে।

দুই দিনব্যাপী জমকালো এই উৎসবে শিক্ষার্থীরা নিজেদের তৈরি থ্রিডি  অ্যানিমেশন, থ্রিডি মডেলিং, ভিজুয়াল অ্যাফেক্টস, ভিডিও প্রোডাকশন, বিভিন্ন গেম ডেভেলোপমেন্ট, বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন প্রদর্শন করবে। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণীর আয়োজনও রয়েছে।

এছাড়াও দেশের বিভিন্ন সংস্থা শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশনা করবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ত্রিমাত্রিক মডেল, ন্যানো অ্যানিমেশন, স্টিল লাইফ কম্পিটিশন, ইমেজ মেইনপুলেশন, ডিজিটাল পেইন্টিং, কার্টুন ডায়ালগ প্রতিযোগিতাসহ আরও নানা ধরনের টেকনোলোজির সৃজনশীল প্রয়োগ।

বিভাগের চার বছর উদযাপনে রয়েছে দশটিরও বেশি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্টল, স্টুডেন্ট স্টলসহ শিক্ষার্থিদের মাঝে পুরস্কার বিতরণীসহ নানা প্রতিযোগিতা।  

/এফএএন/