খুবিতে আইকিউএসি’র একাডেমিক কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

 

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি আ্যসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের পদার্পণ এবং নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে নিজকে গড়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার জন্য আইকিউএসি এই কর্মশালার আয়োজন করে।দুই দিনব্যাপী এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য‌্য জনাব ড. মো: ফায়েক উজ্জামান।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড.সারওয়ার জাহানের পরিচালনায় প্রধান অতিথি মাননীয় উপাচার্য বলেন-জীবনে সফলতা শুধু রেজাল্ট ভালো করলে আর টাকার মালিক হলেই হয় না।সমাজের উপর নির্ভরশীল না হয়ে সমাজের জন্য কিছু করার মধ্যেই সফলতা নিহিত। এছাড়াও কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড.আহমেদ আহসানুজ্জামান, আইকিউএসি এর পরিচালক ড.রেজাউল করিম, ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. সারওয়ার জাহান ও ড. জিয়াউল হায়দার এবং সমাজবিজ্ঞান ও কলা ও মানবিক স্কুলের ডিন মহোদয়।

কর্মশালাটি প্রথম একাডেমিক বিল্ডিংয়ে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়।

/এফএএন/