গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজে জরিপ বিষয়ক সেমিনার

গণবি সেমিনার

চিকিৎসা শিক্ষায় গুণগত মান বজায় রাখার লক্ষ্য নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের জরিপ ফলাফল বিশ্লেষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর, বুধবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি’র সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে এমবিবিএস প্রোগ্রামের সুবিধাভোগীদের কাছ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়। এই তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করা হবে। পরে দেশের বাইরে থেকে দু’জন বিশেষজ্ঞ এবং দেশের ভেতরের একজন বিশেষজ্ঞ প্রতিবেদন যাচাই বাছাই করবেন।

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আশরাফ-উল-করিম খান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুনজিবা সামস ও গণ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান বক্তৃতা দেন। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

/এফএএন/