মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

বিয়ামের সম্মেলন

বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন অনকোলজিস্ট ও মেডিকেল ফিজিসিস্টদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করার লক্ষ্যে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত সম্মেলনে বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্ট (বি.এস.আর.ও) ও বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটি (বি.এম.পি.এস)এর উদ্যোগে এবং গণ  বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ইনিস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস (রেডিওথেরাপি বিভাগ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং(বিএসআরআই), মিলিটারি ইনিস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি অংশ গ্রহণ করে।

বিয়াম  অডিটোরিয়ামে  এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভী । বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন বেসিক সায়েন্স এন্ড প্যারা ক্লিনিক অনুষদ এর ডীন প্রফেসর ডা. মোঃ ইকবাল আর্সলান এবং হেকোয়েপ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর প্রকল্প পরিচালক  ডঃ গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত,ডঃ মারটিনা ট্রেইবার (জার্মানি)। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এন্ড চীফ মেডিক্যাল ফিজিসিস্ট, ডিপার্টমেন্ট অফ মেডিক্যাল রেডিয়েশেন ফিজিক্স, গুমারসবাক হসপিটাল, ইউনিভার্সিটি অফ কোলন, জার্মানি থেকে প্রফেসর ডঃ গোলাম আবু জাকারিয়া।

উক্ত অনুষ্ঠানে অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন বিএসআরও থেকে সহযোগী অধ্যাপক  ডঃ কাজী মুশতাক হোসেন  এবং বিএমপিএস থেকে মোঃ আবু  কাওসার। উক্ত সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্তিত ছিলেন প্রফেসর ডঃ এম.এ.হাই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ডাঃ শেখ গোলাম মোস্তফা(ভাইস প্রেসিডেন্ট বিএসআরও) এবং কুমারেশ চন্দ্র পাল (প্রেসিডেন্ট বিএমপিএস)।   

সম্মেলনে বেশ কয়েকটি প্রবন্ধ উত্থাপনের পাশাপাশি বক্তারা বাংলাদেশে মেডিক্যাল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

/এফএএন/